গোটা মিরপুর জুড়ে থমথমে পরিস্থিতি।
চার স্টেশনে মেট্রোরেল চলাচল বন্ধ।
- আপডেট সময় : ১১:২০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুর-১০ এ পুলিশ বক্সে অগ্নিসংযোগ করেছেন কোটা আন্দোলনকারীরা। ওই আগুন ওভারব্রিজে ছড়িয়ে পড়ে। এছাড়া এই এলাকায় পুলিশ ও ছাত্রলীগকর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ওপর সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। আন্দোলনকারীরাও পুলিশ ও ছাত্রলীগকর্মীদের ওপর ইট-পাটকেল ছুড়তে থাকে। বৃহস্পতিবার (১৮ জুলাই) এই পরিস্থিতিতে মিরপুরের চার মেট্রো স্টেশন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
মেট্রোরেল পরিচালনায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সচিব আব্দুর রব জানান, মিরপুর ১০ এ সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ কারণে মেট্রোরেলে রেল আপাতত মিরপুর ১০, মিরপুর ১১ কাজিপাড়া, শেওড়াপাড়ার স্টেশন বন্ধ আছে। তবে ওই সব স্টেশনে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তিনি বলেন, ‘পল্লবী থেকে উত্তরা উত্তর ও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলছে। উত্তরা উত্তর থেকে পল্লবী এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশ দুই ভাগে চলছে মেট্রোরেল।’
এস,এম,সজল/ব্যতিক্রম নিউজ।