রয়টার্স বলছে, গত রোববার ভারতের ইকোনমিক টাইমস পত্রিকা তাদের একটি প্রতিবেদনে হাসিনাকে উদ্ধৃত করে বলেছে, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে কারণ তারা (যুক্তরাষ্ট্র) বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায়।
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার অভিযোগ "কেবলই মিথ্যা"- হোয়াইটহাউজ
হাসিনা সরকার উৎখাতে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ কেবলই মিথ্যা-হোয়াইট হাউস
Mazhar Islam
- আপডেট সময় : ০৪:৫৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
সম্প্রতি বৈষম্যবিরোধী কোটা আন্দোলনকে ঘিরে ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে পদত্যাগ করে ৫ আগস্ট দেশ থেকে ভারতে পলায়নকারী শেখ হাসিনা অভিযোগ করেছেন, তার সরকার উৎখাতে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ছিলো। হাসিনা সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে দেশটি। এমনকি বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ ‘কেবলই মিথ্যা’ বলেও আখ্যায়িত করেছে তারা। মঙ্গলবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না বলে গতকাল সোমবার হোয়াইট হাউস জানিয়েছে। একইসঙ্গে বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগকে ‘কেবলই মিথ্যা’ বলেও অভিহিত করেছে হোয়াইট হাউস।