ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জেনারেল আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞা

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার পরিবারের উপর মার্কিন নিষেধাজ্ঞা

Mazhar Islam
  • আপডেট সময় : ০৩:৩৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
Spread the love

বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের উপর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছে। উক্ত নিষেধাজ্ঞার ফলে জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।
মূলত বড় ধরণের দূর্নীতি’র সাথে সম্পৃক্ততার জন্যই এই নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে এক বিবৃতি’র মাধ্যমে বিষয়টি স্পস্ট করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন। এটি করতে গিয়ে তিনি উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন। এছাড়া তিনি তার ভাইকে সামরিকখাতে অন্যায্যভাবে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য কাজ করেছেন এবং সরকারি নিয়োগ দিতে ঘুষ গ্রহণ করেছেন।

এতে বলা হয়েছে, বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের আগ্রহের প্রতিফলন হিসেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের সরকারি সেবাগুলোকে আরও স্বচ্ছ ও সহজ করা, ব্যবসা ও নিয়ন্ত্রক পরিবেশের উন্নতি এবং মানি লন্ডারিং ও অন্যান্য আর্থিক অপরাধের তদন্ত ও বিচারের সক্ষমতা তৈরিতে সহায়তার মাধ্যমে বাংলাদেশে দুর্নীতিবিরোধী প্রচেষ্টায় সহায়তা দিয়ে থাকে।

ডিপার্টমেন্ট অব স্টেট, ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের ৭০৩১ (সি) ধারার এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। এর ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য বলে বিবেচিত হবেন।
উল্লেখ্য জেনারেল আজিজ আহমেদ ২০২৪ সালের ২১ জুন সেনপ্রধান হিসাবে অবসর গ্রহণ করেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জেনারেল আজিজ ও তার ভাই’দের নিয়ে  “অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শীর্ষক  প্রতিবেদনটি সম্প্রচারের পর থেকে এ নিয়ে বাংলাদেশ ও বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা- সমালোচনা’র সৃষ্টি হয়েছিলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জেনারেল আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞা

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার পরিবারের উপর মার্কিন নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৩:৩৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
Spread the love

বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের উপর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছে। উক্ত নিষেধাজ্ঞার ফলে জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।
মূলত বড় ধরণের দূর্নীতি’র সাথে সম্পৃক্ততার জন্যই এই নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে এক বিবৃতি’র মাধ্যমে বিষয়টি স্পস্ট করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন। এটি করতে গিয়ে তিনি উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন। এছাড়া তিনি তার ভাইকে সামরিকখাতে অন্যায্যভাবে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য কাজ করেছেন এবং সরকারি নিয়োগ দিতে ঘুষ গ্রহণ করেছেন।

এতে বলা হয়েছে, বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের আগ্রহের প্রতিফলন হিসেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের সরকারি সেবাগুলোকে আরও স্বচ্ছ ও সহজ করা, ব্যবসা ও নিয়ন্ত্রক পরিবেশের উন্নতি এবং মানি লন্ডারিং ও অন্যান্য আর্থিক অপরাধের তদন্ত ও বিচারের সক্ষমতা তৈরিতে সহায়তার মাধ্যমে বাংলাদেশে দুর্নীতিবিরোধী প্রচেষ্টায় সহায়তা দিয়ে থাকে।

ডিপার্টমেন্ট অব স্টেট, ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের ৭০৩১ (সি) ধারার এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। এর ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য বলে বিবেচিত হবেন।
উল্লেখ্য জেনারেল আজিজ আহমেদ ২০২৪ সালের ২১ জুন সেনপ্রধান হিসাবে অবসর গ্রহণ করেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জেনারেল আজিজ ও তার ভাই’দের নিয়ে  “অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শীর্ষক  প্রতিবেদনটি সম্প্রচারের পর থেকে এ নিয়ে বাংলাদেশ ও বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা- সমালোচনা’র সৃষ্টি হয়েছিলো।