রেমিট্যান্স কমে ১৯০ কোটি ডলারে নেমে এলো জুলাইয়ে
- আপডেট সময় : ০৫:২৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
ঈদের আগের মাস জুনে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসার পর, জুলাই মাসে প্রবাসী আয় কমেছে প্রায় ২৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ১৯০ কোটি মার্কিন ডলার।ঈদুল আযহার আগে জুন মাসে রেমিট্যান্স এসেছিল রেকর্ড ২৫১ কোটি ডলার। গত বছরের জুলাই মাসে প্রবাসীরা ১৯৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন।
এবার জুলাই মাসের প্রথম ১৮ দিন গড়ে প্রতিদিন ৭ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। কিন্তু ১৯ থেকে ২৪ জুলাই পর্যন্ত ছয় দিনে মোট এসেছে ৭ কোটি ৮০ লাখ ডলার। ৩১ জুলাই একদিনেই সর্বোচ্চ ১২ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক জানান, জুলাই মাসে প্রবাসীরা ১৯০ কোটি ডলার দেশে পাঠিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছরের (২০২৪) প্রথম ৭ মাসের মধ্যে সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে জুলাই মাসে। এর আগে, জানুয়ারিতে ২১১ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ডলার রেমিট্যান্স আসে। মার্চ মাসে ১৯৯ কোটি, এপ্রিলে ২০৪ কোটি এবং মে মাসে ২২৫ কোটি ডলার রেমিট্যান্স পাঠান প্রবাসীরা।