রাজধানীর বিভিন্ন এলাকায় লাইসেন্সবিহীন অবৈধ হাসপাতাল, জরিমানা সোয়া ১৪লাখ টাকা।
- আপডেট সময় : ০৫:৫৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ১১৯ বার পড়া হয়েছে
স্বাস্থ্য সেবায় আবারো অনিয়মের অভিযোগ। রাজধানীর বিভিন্ন এলাকায় লাইসেন্সবিহীন অবৈধ বেসরকারি হাসপাতাল ক্লিনি ক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। বিভিন্ন জায়গায় অনিয়ম মিললে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সহযোগিতায় সোমবার বেলা ১১ টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ অভিযান। রাজধানীর খিলগাঁও ও মুগদা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে যার প্রতিষ্ঠানকে ১৪ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় রাজধানীর বিভিন্ন এলাকায় লাইসেন্সবিহীন হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করা হচ্ছে কিন্তু নেই কোন অনুমোদন। এতে রোগীরা প্রতারণা শিকার হচ্ছে এবং অবৈধ প্রতিষ্ঠানগুলো হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। যেহেতু তাদের অবকাঠামোগত সুযোগ-সুবিধা নাই তাই তারা অদক্ষ চিকিৎসক টেকনিশিয়ান ও নার্স দ্বারা ভুল চিকিৎসা দিয়ে রোগীদেরকে ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে।
বিভিন্ন জায়গায় দেখা যায় এক্সরে মেশিন এমন জায়গায় রাখা হয় যেখানে ন্যূনতম সুরক্ষা ব্যবস্থা নেই। যার ফলে এক্সরে করতে আসা রোগী যিনি এক্সরে করাচ্ছেন তিনি ও আশেপাশের মানুষ ভয়াবহ রেডিয়েশনে শিকার হচ্ছে। এসব হাসপাতালে অধিকাংশ চিকিৎসক অদক্ষ। অর্থাৎ চিকিৎসার নামে মরণ ব্যবস্থা চালু করে রেখেছে কতিপয় অসাধু ব্যবসায়ী। অনেক হাসপাতালে দেখা গিয়েছে ফায়ার লাইসেন্সের কোন ব্যবস্থা নেই।
এ সকল অনিয়মের উপর ভিত্তি করে ভ্রাম্যমান আদালত কিছু প্রতিষ্ঠানকে জরিমানা করে এবং এই অভিযান চলমান থাকবে বলে জানায়।