ময়মনসিংহ সিটিসহ ২৩১ টি নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
- আপডেট সময় : ০২:৪৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ১৩৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং ছয়টি পৌরসভা সহ স্থানীয় সরকারের 231 টি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল আটটা থেকে গ্রহণ শুরু হয় চলবে বিকাল চারটা পর্যন্ত।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনে সাধারণ নির্বাচন ও কুমিল্লা সিটি কর্পোরেশনে মেয়রের শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জানা গেছে, ময়মনসিংহ সিটিতে মোট 128 টি ভোট কেন্দ্র রয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও ভোটের এলাকায় নিয়োজিত রয়েছে পুলিশ আনসারের ৩৩ টি মোবাইল টিম ১১ টি ট্রাইকিং ফোর্স ও একটি রিজার্ভ ফোর্স। ৩৩ টি ওয়ার্ড থাকছে র্যাবের ১৭ টি টিম এবং বিজেবি থাকবে ৭ প্লাটুন।
ময়মনসিংহ সিটি নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাদেকুল হক খান, জাতীয় পার্টির প্রার্থী শহিদুল ইসলাম ও কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ রেজাউল হক প্রতিদ্বন্দিতা করছেন।
কুমিল্লা সিটি নির্বাচনে ৪ স্বতন্ত্র প্রার্থী তাহাসিন বাহার, নুরুর রহমান মাহমুদ, মোঃ নাজিমউদ্দিন এবং মনিরুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই সিটি কর্পোরেশনে ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন ভোটার ১০৫ টি কেন্দ্রে ভোট দিতে যাচ্ছেন।
নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর বলেছেন পরিস্থিতি ভালো আছে তবে নিয়ন্ত্রণের বাইরে গেলে ভোট বন্ধ করে দেয়া হবে।
এস এম সজল/ব্যতিক্রম নিউজ