সংবাদ শিরোনাম ::
সাংবাদিক শ্যামল দত্তের ভারতে পালানোর চেষ্টা ব্যার্থ
ভারতে পালানোর সময় আখাউড়া ইমিগ্রেশন ফেরত পাঠিয়েছে সাংবাদিক শ্যামল দত্ত’কে
Mazhar Islam
- আপডেট সময় : ০৪:৫৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
ভারতে পালিয়ে যাওয়ার সময় স্ত্রী-সন্তান সহ সাংবাদিক শ্যামল দত্তকে ফেরত পাঠিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ। আজ ৬ আগস্ট (মঙ্গলবার) বিকেলে সাংবাদিক শ্যামল দত্ত আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাবার চেষ্টা করেন। তিনি ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে আছে।
আখাউড়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিকেল ৩টায় আখাউড়া ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় দেশ ত্যাগের নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ফেরত দেন। তার স্ত্রী ও সন্তান সাথে ছিলেন। এ সময় তিনি ইমিগ্রেশন স্টাফ ও কর্মকর্তাদের ভারত যেতে দিতে তাদেরকে অনুনয় করেন।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনের ইনচার্জ পুলিশ পরিদর্শক খায়রুল আলম বলেন, দেশ ত্যাগের নিষেধাজ্ঞার তালিকায় থাকায় শ্যামল দত্তকে ভারতে যেতে দেয়া হয়নি। ইমিগ্রেশন থেকে তিনি ফিরে গেছেন।