সংবাদ শিরোনাম ::
বৃষ্টিতে মেট্রো রেল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা।
নিউজ ডেস্ক।
- আপডেট সময় : ০৩:২০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ১২২ বার পড়া হয়েছে
বৃষ্টির মধ্যে ‘কারিগরি জটিলতায়’রাজধানীতে আধা ঘণ্টা বন্ধ থাকে মেট্রোরেল। ফলে ভোগান্তিতে পড়ে হাজারো যাত্রী। সোমবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় দমকা বাতাসের সঙ্গে হালকা বৃষ্টি হয়। এরপর পৌনে ৫টার দিকে হঠাৎ করেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তির পারে অফিস ফেরত যাত্রীরা।
এদিকে অফিস শেষ হওয়ায় অনেকেই ইফতারের আগে বাসায় ফেরার জন্য স্টেশনগুলোতে ভিড় জমায়। সেখানে গিয়ে পড়তে হয় বিড়ম্বনায়। ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হয় লম্বা সময়। ফলে অনেকেই বাসায় যাওয়ার আগেই ইফতারের সময় হয়ে যায়।
এবিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের কাস্টমার সার্ভিস অফিসার শরিফ সরদার গণমাধ্যমকে বলেন, বৃষ্টি হয়েছে, টেকনিক্যাল সমস্যার কারণে ট্রেন কিছুক্ষণ বন্ধ ছিল। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এস এম সজল/ব্যতিক্রম নিউজ।