রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা নিয়ে অস্থিরতা
বিশ্ববিদ্যালয় নয়, এ যেন মামাবাড়ি
- আপডেট সময় : ০৪:১০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫ ৫ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে’ পোষ্য কোটা নিয়ে চলমান বিপরীতমুখী আন্দলনে নতুন মাত্রা যোগ করেছে বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতি।
পোষ্য কোটা বাতিলের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থী’দের প্রবল চাপের মুখে গত ২ জানুয়ারী, ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয় উপাচার্য সালেহ হাসান নকীব বলেন, “আমি যতসময় উপাচার্য আছি, তত সময় পোষ্য কোটা থাকবে না। পরে কি হবে, সেটা আমি বলতে পারবো না।”
সেই সূত্রমতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে’র ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা থাকছে না।
এই ঘোষণা’র পরপরই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতি থেকে লিখিত বিবৃতি দিয়ে উপাচার্য মহোদয়ের ঘোষণা’র তীব্র বিরোধিতা করে নতুন কর্মসূচী ঘোষণা করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জনাব মো. মোক্তার হোসেন। সভায় সর্বসম্মতিক্রমে নিন্মবর্ণিত কর্মসূচীসমূহ গৃহীত হয়-
১। ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তির ব্যাপারে ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সরকারি অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা অর্জন করলেই শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের প্রাতিষ্ঠানিক সুবিধা হিসাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হবে
২। প্রশাসনের প্রথম বর্ষ সম্মান-২০২৫ শ্রেণিতে ভর্তির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের প্রাতিষ্ঠানিক অধিকার পরিপন্থী সিদ্ধানের প্রতিবাদে নিম্নবর্ণিত সিদ্ধান্তসমূহ গৃহীত হলো;
ক) আগামী ০৬.০১.২০২৫ তারিখ সোমবার সকাল ১১ঃ০০ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত সিনেট ভবনের সামনে মানববন্ধন কর্মসূচী পালন;
খ) আগামী ০৭.০১.২০২৫ তারিখ মঙ্গলবার সকাল ১১ টা হতে দুপুর ১ টা পর্যন্ত অবস্থান ধর্মঘট কর্মসূচী পালন (প্রশাসন ভবনের সামনে, প্রয়োজনে লিচু ত’লায়)
গ) আগামী ০৮.০১.২০২৫ তারিখ বুধবার পূর্নদিবস কর্মবিরতি পালন ও লিচু ত’লায় অবস্থান (পরীক্ষা, পানি, বিদ্যুৎ,পরিবহণ, চিকিৎসা, ও প্রহরী কর্মসূচীর আওতামুক্ত থাকবে)।
এরপরও প্রশাসন যদি, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ে অবস্থান পরিবর্তন না করেন তবে আগামি ০৯.০১৯.২০২৫ তারিখ বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকার সময় রা.বি অফিসার সমিতির কার্যালয়ে রা.বি. অফিসার সমিতির উদ্যোগে এবং সহায়ক, সাধারণ ও পরিবহণ সমিতির সমন্বয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হবে এবং দাবী আদায়ের স্বার্থে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের একাধিক শিক্ষকের সাথে এই বিষয়ে কথা বলে জানা গেছে, যে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী মনে করেন। তারা বলেছেন,বিশ্ববিদ্যালয়ে ভর্তি’র একমাত্র মানদন্ড হওয়া উচিৎ মেধা। এক্ষেত্রে কোন ধরণের কোটা থাকা উচিৎ নয়।
আন্দোলনরত শিক্ষার্থী’দের অনেকেই বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি’র দাবী’কে মামা বাড়ির’ আবদার বলে অভিহিত করেছেন।