পালাতে গিয়ে আটক ডিবি হারুন
বিমানবন্দরে আটক ডিবি হারুন
- আপডেট সময় : ০৬:২৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপর বঙ্গভবন থেকেই হেলিকপ্টারে দেশ ছাড়েন।
শেখ হাসিনা দেশ থেকে পলায়ন করার পর আওয়ামীলীগ এর প্রভাবশালী এমপি, মন্ত্রী ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দদের দেশ ছেড়ে পালানোর হিড়িক পরেছে। এদিকে সাবেক ডিবি প্রধান হারুন দিনভর পুলিশ প্রধানের সঙ্গেই ছিলেন। শেখ হাসিনার পালিয়ে যাবার খবর পাওয়ার পর থেকে ওয়্যারলেসে তিনি কোনো নির্দেশনা দেননি।
সবশেষ দুপুরে ডিবির হারুন পুলিশ সদর দপ্তর থেকে পালানোর চেষ্টা করেন। পুলিশ সদর দপ্তরের পূর্ব পাশে থাকা সিটি করপোরেশনের সীমানা দেয়াল টপকে পালিয়ে যান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে ছদ্মবেশে দেশ থেকে পালানোর চেষ্টা করে তিনি ব্যর্থ হন। এ সময় সেনা সদস্যরা তাকে আটক করেন। বর্তমানে তিনি কোথায় আছেন সেটা জানা যায়নি।