নতুন শিক্ষাক্রম চালুর পর শিক্ষার্থীদের ব্যয় আরও বেড়েছে।
- আপডেট সময় : ০৫:২২:০৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে
নতুন শিক্ষাক্রম চালুর পর শিক্ষার্থীদের ব্যয় আরও বেড়েছে বলে এক গবেষণায় উঠে এসেছে।
এতে জানা যাচ্ছে, ২০২৩ সালে নতুন শিক্ষাক্রম শুরুর পর প্রথম ছয় মাসেই পরিবারে শিক্ষা ব্যয় আগের বছরের তুলনায় প্রাথমিকে ২৫ শতাংশ এবং মাধ্যমিকে ৫১ শতাংশ বেড়েছে।পঞ্চম শ্রেণি এবং নবম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের পড়াশোনার খরচের ভিত্তিতে শিক্ষার্থীদের ব্যয়ের হিসাবটি বের করা হয়।
গণসাক্ষরতা অভিযান পরিচালিত ‘বাংলাদেশে বিদ্যালয় শিক্ষা: মহামারি উত্তর টেকসই পুনরুত্থান’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এই ব্যয়ের বড় কারণ হিসেবে কোচিং ও প্রাইভেট পড়া এবং নোট গাইডকে উল্লেখ করা হয়েছে।শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘এডুকেশন ওয়াচ-২০২৩’ নামের গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
২০২২ সালে দেশে প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর পেছনে গড় ব্যয় ছিল ১৩ হাজার ৮৮২ টাকা। শহরাঞ্চলে এই খরচ ছিল বেশি। মফস্বল এলাকায় প্রাথমিকে শিক্ষার্থী পিছু বার্ষিক পারিবারিক ব্যয় ছিল ১০ হাজার ৬৩৭ টাকা, শহরাঞ্চলে ছিল ১৮ হাজার ১৩২ টাকা।“ ২০২৩ সালের প্রথম ছয় মাসে প্রাথমিকে এই খরচ ২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৬৪৭ টাকা।
২০২২ সালে মাধ্যমিক স্তরের একজন শিক্ষার্থীর জন্য পরিবারের ব্যয় ছিল ২৭ হাজার ৩৪০ টাকা। মফস্বলে এই খরচ ২২ হাজার ৯০৯ টাকা এবং শহরে ৩৫ হাজার ৬৬২ টাকা। কিন্তু গত বছরের প্রথম ছয় মাসে এই খরচ ৫১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৭১২ টাকা। অর্থাৎ বছর শেষে তা ছাড়িয়ে যাবে ৪১ হাজার টাকা।