সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ ডিবি হেফাজতে
কোটা আন্দোলনের আরও দুই সমন্বয়ক ডিবি হেফাজতে
- আপডেট সময় : ০৩:৪৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের আরও দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ’কে তুলে নিয়ে গিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। এই নিয়ে কোটা সংস্কার আন্দোলনের মোট পাঁচজন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেয়া হয়েছে বলে স্বীকার করেছে সরকারের সংস্থাটি।
সংস্থাটির দাবী কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঘটে যাওয়া গত কয়েকদিনের ঘটনাপ্রবাহ সম্পর্কে জানতে ও তাদের নিরাপত্তার স্বার্থে পাঁচ সমন্বয়ককে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে চিকিৎসারত অবস্থায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ‘তুলে নিয়ে যাওয়ার’ অভিযোগ উঠে।
ইতিমধ্যে কোটা সংস্কারের আন্দোলনের প্রেক্ষিতে কোটা সংস্কার করে আদালতের রায়ের পর সরকারী দেয়া প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী টা সংস্কার আন্দোলনকারীরা।
শনিবার রাতে অনলাইনে সংবাদ সম্মেলন করে নতুন তিন দাবিতে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। এসব দাবি মানা না হলে পরবর্তীতে আরো ‘কঠোর কর্মসূচি’ ঘোষণার কথা জানান তারা।
এদিকে দেশজুড়ে কোটা আন্দোলন’কে ঘিরে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী’র ব্যাপক ধরপাকড় ও হয়রানি’র বিরুদ্ধে দেশ ও দেশের বাইরে তীব্র সমালোচনা অব্যাহত রয়েছে।