ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আইসিসির এলিট প্যানেলে বাংলাদেশের সৈকত।

এস এম সজল/ব্যতিক্রম নিউজ।
  • আপডেট সময় : ০৫:৩৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে
Spread the love

ভাগ্য ভালো থাকলে হয়তো জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলতে পারতেন, গায়ে পরতে পারেন টেস্টের সাদা জার্সিটিও। একটা সময় যে এই শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতই ছিলেন বাংলাদেশের এক নম্বর বাঁহাতি স্পিনার।জাতীয় দলে স্বপ্ন পূরণ হয়নি। তবে নিজের ভেতরে পুষে রাখা দৃঢ় সংকল্পের বলে সৈকত ঠিকই বাংলাদেশের পতাকাকে উঁচু করে ধরেছেন বিশ্ব দরবারে। ক্রিকেটার নয়, আম্পায়ার হিসেবে।

আজ (২৮ মার্চ) সৈকতের স্বপ্নপূরণের দিন। প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে তিনি জায়গা করে নিয়েছেন আইসিসির এলিট প্যানেলে। আইসিসি আজ আনুষ্ঠানিকভাবে এলিট প্যানেল আম্পায়ার হিসেবে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের নাম ঘোষণা করেছে।

আইসিসি এলিট আম্পায়ার্স প্যানেলের প্যানেলের সদস্য হতে পেরে দারুণ খুশি সৈকত। নিজের প্রতিক্রিয়ায় বলেন, ‘আইসিসি এলিট প্যানেলে নাম আসাটা এক বিরাট সম্মানের। আমাদের দেশের প্রথম ব্যক্তি বলে এটি আরও বিশেষ ব্যাপার।’
তার ওপর আস্থা রাখার জন্য আইসিসিকে ধন্যবাদ জানিয়ে সৈকত বলেন, ‘আমার ওপর আস্থা রাখা হয়েছে, তার প্রতিদান দিতে মুখিয়ে আছি। বেশ কয়েক বছর ধরে খেলা পরিচালনার কারণে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে এবং আরও চ্যালেঞ্জিং দায়িত্ব নিতে প্রস্তুত আমি।’
আইসিসির এলিট প্যানেলের সদস্য হওয়ার আগেই এবার ভারতের মাটিতে হওয়া ওয়ানডে বিশ্বকাপে দেশের হয়ে ইতিহাস গড়েন সৈকত। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করার সুযোগ পান। দেশের বাইরে টেস্ট ম্যাচেও বাংলাদেশের আম্পায়ারদের মধ্যে সবার আগে খেলা পরিচালনার কৃতিত্ব দেখিয়েছেন তিনি।
আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে সৈকতের অভিষেক হয় ২০১০ সালে দেশের মাটিতে। শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ওয়ানডে দিয়ে যাত্রা শুরু হয় আম্পায়ার সৈকতের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আইসিসির এলিট প্যানেলে বাংলাদেশের সৈকত।

আপডেট সময় : ০৫:৩৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
Spread the love

ভাগ্য ভালো থাকলে হয়তো জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলতে পারতেন, গায়ে পরতে পারেন টেস্টের সাদা জার্সিটিও। একটা সময় যে এই শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতই ছিলেন বাংলাদেশের এক নম্বর বাঁহাতি স্পিনার।জাতীয় দলে স্বপ্ন পূরণ হয়নি। তবে নিজের ভেতরে পুষে রাখা দৃঢ় সংকল্পের বলে সৈকত ঠিকই বাংলাদেশের পতাকাকে উঁচু করে ধরেছেন বিশ্ব দরবারে। ক্রিকেটার নয়, আম্পায়ার হিসেবে।

আজ (২৮ মার্চ) সৈকতের স্বপ্নপূরণের দিন। প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে তিনি জায়গা করে নিয়েছেন আইসিসির এলিট প্যানেলে। আইসিসি আজ আনুষ্ঠানিকভাবে এলিট প্যানেল আম্পায়ার হিসেবে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের নাম ঘোষণা করেছে।

আইসিসি এলিট আম্পায়ার্স প্যানেলের প্যানেলের সদস্য হতে পেরে দারুণ খুশি সৈকত। নিজের প্রতিক্রিয়ায় বলেন, ‘আইসিসি এলিট প্যানেলে নাম আসাটা এক বিরাট সম্মানের। আমাদের দেশের প্রথম ব্যক্তি বলে এটি আরও বিশেষ ব্যাপার।’
তার ওপর আস্থা রাখার জন্য আইসিসিকে ধন্যবাদ জানিয়ে সৈকত বলেন, ‘আমার ওপর আস্থা রাখা হয়েছে, তার প্রতিদান দিতে মুখিয়ে আছি। বেশ কয়েক বছর ধরে খেলা পরিচালনার কারণে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে এবং আরও চ্যালেঞ্জিং দায়িত্ব নিতে প্রস্তুত আমি।’
আইসিসির এলিট প্যানেলের সদস্য হওয়ার আগেই এবার ভারতের মাটিতে হওয়া ওয়ানডে বিশ্বকাপে দেশের হয়ে ইতিহাস গড়েন সৈকত। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করার সুযোগ পান। দেশের বাইরে টেস্ট ম্যাচেও বাংলাদেশের আম্পায়ারদের মধ্যে সবার আগে খেলা পরিচালনার কৃতিত্ব দেখিয়েছেন তিনি।
আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে সৈকতের অভিষেক হয় ২০১০ সালে দেশের মাটিতে। শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ওয়ানডে দিয়ে যাত্রা শুরু হয় আম্পায়ার সৈকতের।