নির্বাচনে অংশগ্রহণের টাকা নেই অর্থমন্ত্রীর
অর্থ নেই অর্থমন্ত্রীর
- আপডেট সময় : ০৮:০৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১৬৪ বার পড়া হয়েছে
ভারতের লোকসভা নির্বাচন’কে ঘিরে বহুবিধ চমকপ্রদ তথ্য আসছে প্রতিনিয়ত। নির্বাচনে নিজেদের পথ সুগম করতে ক্ষমতাসীন বিজেপি’ সরকার একের পর এক চাল দিয়ে নির্বাচনী বৈতরণী পার হবার চেষ্টায় মরিয়া। অপরদিকে বিরোধী শক্তিগুলোও সোচ্চার বিজেপি’র নেয়া নানাবিধ পদক্ষেপের বিরুদ্ধে। এমনই উত্তেজনাপূর্ণ সময়ে বিজেপির (BJP) ভেতর থেকে এলো এক বড় খবর। এবারের লোকসভা নির্বাচনে প্রার্থী হিসাবে অংশগ্রহণ করছেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ!
জানা গিয়েছে, ভোটে লড়ার মতো অর্থবল নেই তাঁর, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি বলেছেন, ‘দলের সভাপতি আমাকে দক্ষিণ ভারতের অন্ধ্র বা তামিলনাড়ু থেকে লড়ার প্রস্তাব দিয়েছিলেন। সমস্যা হল ওখানে জেতার জন্য আপনি কোন সম্প্রদায় বা ধর্মের অন্তর্ভুক্ত, সেটা জরুরি’, জানিয়েছেন নির্মলা সীতারমণ। দল সৌজন্য দেখালেও, আমার যুক্তি মেনে নিয়েছে, তাই আমি ভোটে লড়ব না বলে জানিয়েছি, এমনটাই জানিয়েছেন তিনি।
ভারতীয় গনমাধ্যম’ আয়োজিত একটি অনুষ্ঠান থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘এই বিষয়টি নিয়ে এক সপ্তাহ থেকে ১০ দিন চিন্তাভাবনা করেছি। এরপর সিদ্ধান্ত নিলাম না লড়াই করার। অন্ধ্রপ্রদেশ হোক বা তামিলনাড়ু, আমার সমস্যা আছে। সেখানে জেতার জন্য বলতে হত কোন সম্প্রদায়ের বা কোন ধর্মের। আমার মনে হয় না আমি এটা করতে পারব।’
এদিকে, কেন তাঁর কাছে নির্বাচনে লড়ার মতো টাকা নেই জানতে চাওয়া হলে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, তাঁর বেতন, উপার্জন, সঞ্চয় নিজস্ব, তা দেশের সম্পদ নয়।
তবে দলের হয়ে প্রচার তিনি করে যাবেন, এমনটাই জানিয়েছেন নির্মলা সীতারমণ। তিনি বলেন, এই নির্বাচনে আমি অনেক মিডিয়া ইভেন্টে যোগ দেব এবং প্রার্থীদের সঙ্গে সঙ্গে প্রচারেও যাব।